পাবনার চাটমোহরে গতকাল রবিবার সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সমাজসেবা কায়ক্রম অবহিতকরণ ও বাস্তবায়নে শুদ্ধাচার কৌশল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভঅপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। প্রধান আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মোঃ আঃ মমিন। উপজেলার সমাজসেবা কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন ও সেমিনার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। মুক্ত আলোচনায় অংশ নেন,ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক,ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ উদ্দিন,ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,সাংবাদিক হেলালুর রহমান জুয়েল,ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিক,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ,সাংবাদিক রকিবুর রহমান টুকুন,জেমান আসাদ প্রমূখ। সেমিনারে বয়স্ক ভাতা,বিধাব ভাতা,প্রতিবন্ধি ভাতা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সেবা প্রদান,ভিক্ষুক পুনর্বাসন,শিশু অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সেমিনারে জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি অংশগ্রহণ করেন।