বরিশালের আগৈলঝাড়ায় ক্রিকেট খেলায় বাধাঁ দেয়ায় হামলা-সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ৭জন আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাদত্রিশিরা গ্রামের বিকাশ শীলের ঘরের পাশে প্রতিদিন ক্রিকেট খেলতে স্থানীয় যুবকরা। বল এসে তার ঘরের ক্ষতি হওয়ায় বাধাঁ দেয় বিকাশ শীল। এতে ক্রিকেট খেলা যুবকরা ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আজিজ বখতিয়ার ও সামচুল হক সরদারের নেতৃত্বে ৬-৭জনের একটি দল বিকাশ শীলের বাড়িতে গিয়ে তার উপর হামলা করে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের বিকাশ শীল, কলেজছাত্রী সেতু শীল, স্কুল ছাত্র প্রণব, আজিজ, সামচুল হকসহ ৭জন আহত হয়। আহত ৫জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।