পাবনার সুজানগর পৌর শহরের পর এবার উপজেলার গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়ছে মাদকদ্রব্য। সুজানগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালালেও তাতে ফল হচ্ছেনা।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, উপজেলায় ২০/৫জনের একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসার সাথে জড়িত। এসব চক্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা এবং গাঁজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীরা যানবাহনযোগে আবার কেউবা নিজ বাড়িতে মজুত রেখে উপজেলার গ্রাম-গঞ্জের বড় বড় হাট-বাজার এবং বাস স্ট্যান্ডে মাদকসেবীদের কাছে ওই সব মাদকদ্রব্য বিক্রি করছে। বিশেষ করে উপজেলার নাজিরগঞ্জ, শ্যামসুন্দরপুর, সাতবাড়ীয়া, রাইপুর, আহম্মদপুর এবং চিনাখড়া বাস স্ট্যান্ড পয়েন্টসহ ২০/২৫টি পয়েন্টে কখনও রাতে আবার ককনও সুযোগ বুঝে দিনেই বিক্রি করা হচ্ছে ওই মাদকদ্রব্য। এ ছাড়া পৌর শহরের অলিগলির কথাতো বলাইবাহুল্য। সন্ধ্যা নামলেই পৌর শহর এবং পৌর বাজারের অলিগলিতে বিক্রি করা হয় ফিনসিডিল। মাদকসেবীরা ফেনসিডিল খেয়ে ওই সকল গলিতেই ফেলে রাখে ফেনসিডিলের বোতল। এলাকার সচেতনমহল জানান, সাধারণ মাদকসেবীদের পাশাপাশি স্থানীয় স্কুল-কলেজের কতিপয় শিক্ষার্থী ওই মাদকদ্রব্য সেবন করে তাদের সম্ভাবনাময় ভবিষ্যতকে ধবংস করছে। আর ওই সব মাদকদ্রব্যের ব্যবসা করে রাতা-রাতি কোটিপতিবনে যাচ্ছে ব্যবসায়ীরা। পাশাপাশি মাদক সেবীদের দ্বারা এলাকায় ঘটছে আইন-শৃঙ্খলার অবনতি। তারা মাদকসেবনের টাকা যোগাড় করতে অনেক সময় চুরি, ডাকাতি এবং ছিনতাইসহ হত্যার মতো অপরাধেও জড়িয়ে পড়ছে। সূত্রমতে গত এক মাসের ব্যবধানে উপজেলার কুড়িপাড়া, হাসামপুর এবং ভিটবিলাসহ বেশ কয়েকটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এসব ডাকাতির সাথে এলাকার মাদকসেবীরা জড়িত বলে একাধিক সূত্র জানায়। এ ব্যাপারে থানার ইন্সপেক্টর তদন্ত অরবিন্দ সরকার বলেন মাদক ব্যবসায়ী এবং সেবীদের কোন ছাড় নেই। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।