চূড়ান্ত হলো সেমিফাইনাল লাইন আপ। শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করলো ভারত। রোহিত শর্মার রেকর্ড গড়ার দিনে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির দল। আর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে হেরে দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে লড়বে অস্ট্রেলিয়া।
রেকর্ডময় বিশ্বকাপে সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হতে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা। আর তাতে দক্ষিণ আফ্রিকার জয়ে ভারতের কাছে প্রথম স্থান হাতছাড়া হলো অস্ট্রেলিয়ার।
এছাড়াও পয়েন্ট টেবিলের আট এ নেমে গেছে বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় প্রোটিয়ারা উঠে গেছে ৭ নম্বরে। হেরেও ছয়ে শ্রীলঙ্কা।
ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে আসরে নিজেদের সর্বোচ্চ রানের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। তোলে ৬ উইকেটে ৩২৫ রান। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করে ১০০ রানে ফেরেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ফন ডার ডুসেন।
এদিন এক আসরে স্বদেশী গ্লেন ম্যাকগ্রার সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড স্পর্ষ করেন মিচেল স্টার্ক। অন্তত ১ ম্যাচ হাতে থাকায় ২৬ উইকেটের চেয়ে বেশি পেয়ে ম্যাকগ্রাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি এ পেসারের।
৩২৬ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৯ রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অজি শিবির। বৃথা যায় আসরে ডেভিড ওয়ার্নারের তৃতীয় সেঞ্চুরি। ৭ বল আগে ৩১৫ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।
রোহিত শর্মার রেকর্ড গড়ার দিনে জয় পেয়েছে ভারত। লিডসে টস জিতে ব্যাট করতে নেমে অঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৬৪ রান করে লঙ্কানরা। জবাবে রোহিত শর্মা-লোকেশ রাহুলের ১৮৯ রানের জুটি জয়ের ভীত গড়ে দেয়।
রাহুল করেন ১১১ রান আর সাঙ্গাকারার রেকর্ড ভেঙ্গে আসরে পঞ্চম সেঞ্চুরির দেখা পান রোহিত শর্মা। শুধু তাই নয় সাকিবকে টপকে আসরের সর্বোচ্চ রানের মালিকও রোহিত। করেছেন ৬৪৭ রান। এক আসরে শচীনের করা ৬৭৩ রানের রেকর্ড ভাঙ্গার অপেক্ষায় এ ভারতীয় ওপেনার।
শুধু তাই নয় বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে শচিনের পাশে নাম লিখিয়েছেন রোহিত শর্মার। দুজনেরই শতক ৬য়টি করে।আর এতেই ৪৮ বল আগে সহজ জয় পায় ভারত।
শ্রীলঙ্কার হার দক্ষিণ আফ্রিকার জয়ে সেমিফাইনালে টানা তিন ম্যাচ হারা নিউজিল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে ভারত। ৯ জুলাই ওল্ড ট্রাফের্ডে হবে ম্যাচ। এর দুদিন পর এজবাস্টনে অস্ট্রেলিয়াকে লড়তে হবে ইংল্যান্ডের বিপক্ষে।