সীমানা নির্ধারণ নিয়ে মামলার কারণে গত ৮ বছর ধরে ঝুলে আছে নওগাঁর ধামইরহাট পৌরসভার নির্বাচন। এ কারণে প্রথম নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দিয়েই ১৩বছর ধরে চলছে পৌরসভার কার্যক্রম। দায়িত্বে থাকা মেয়র উপজেলা ও জেলা পর্যায়ের কোন উন্নয়ন কর্মকা-ে অংশগ্রহণ না করায় ব্যহত হচ্ছে পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকান্ড। এমনকি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে বার বার তাগাদা ও পত্র প্রেরণ করা হলেও সমন্বয় সভায় যোগদান না করার অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে।
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, নওগাঁ জেলার ৩য় পৌরসভা হিসাবে ২০০৪ সালের ১৫ জুলাই ধামইরহাট পৌরসভা যাত্রা শুরু করে। গঠিত হওয়ার পর ২বছর প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রশাসকের দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান চপল চৌধুরী। পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালের ২৬ডিসেম্বর। নির্বাচনে মেয়র হিসাবে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী মো. আমিনুল ইসলাম। ১৩ নভেম্বর ২০১১ সালে সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে পৌরসভার এলাকা বর্ধিতকরণ কার্যক্রমের লক্ষ্যে বিহারীনগর মৌজার ৯৪, ৫৪৭ ও ৫৬৬ নং দাগের পল্লী এলাকাকে শহর হিসাবে ঘোষণা করা হয় এবং পৌরসভার অধিভুক্ত করা হয়।
সরকারি এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে ২০১২ সালে বেড়াডাঙ্গা গ্রামের নাইকা হাসদা, তালঝারি গ্রামের গনেশ শীল, দেওয়ান মুরমু ও ফিরোজ হোসেন নামে ৪ ব্যক্তি হাটকোর্টে রীট পিটিশন দাখিল করেন। যার পিটিশন নং-২৫৭৭. এরপর ২০১৮ সালে আইযুব হোসেন নামে এক ব্যক্তি মামলার পক্ষভুক্ত হন। পিটিশন এর প্রেক্ষিতে দীর্ঘ ৮বছর ধরে ঝুলে আছে ধামইরহাট পৌরসভার নির্বাচন। সেই আছে ঝুলে গেছে পৌরবাসীর নাগরিক সেবা।
অনুসন্ধানে আরো জানা গেছে, ২০০৬ সালের প্রথম নির্বাচনে ৪নং ওয়ার্ড হতে কাউন্সিলর নির্বাচত হন মো. হেলাল হোসেন। ২০১১ সালের ৪ মে তিনি কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেন এবং একই সালে উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১১ সাল থেকে হেলাল হোসেনের পদটি শূন্য থাকলেও সেখানেও কোন উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
সীমানা নির্ধারণী জটিলতায় পৌরসভার সার্বিক কর্মকা- ব্যহত হলেও মেয়র মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে রয়েছে ব্যাপক অভিযোগ। উপজেলা ও জেলা পর্যায়ের কোন সমন্বয় সভায় যোগদান করেন না। জেলা প্রশাসকের কার্যালয় হতে বার বার পত্র দিয়ে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় যোগদানের জন্য অনুরোধ করা হলেও তিনি তাতে কর্ণপাত করেননি। আর্থিক সুবিধার বিনিময়ে পৌরসভার বিভিন্ন পদে মোট ৩২জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। এর মধ্যে মাস্টার রোলে রয়েছেন ১০জন। ধামইরহাটের সবচেয়ে বড় হাটের ইজারা নিয়ম মাফিক না দিয়ে নিজস্ব বাহিনী দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মাধ্যমে সরকার প্রতিবছর প্রায় দেড় কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। পৌরসভায় নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান না করায় তাঁরা মানবেতর জীবণ যাপন করছে। পৌর এলাকায় নেই কোন ড্রেনেজ ও সড়ক বাতির ব্যবস্থা। পৌরসভার ২টি ট্রাক মেয়রের চাতালের মালামাল পরিবহণের কাজে ব্যবহার করা হয়ে থাকে। মেয়র স্ব-পরিবারে ঢাকায় অবস্থান করেন এবং মাসে ২/১বার এলাকায় আসেন বলেও পৌরবাসী অভিযোগে জানান। মেয়রের উদাসীনতা ও সমন্বয়হীনতার কারণে পৌরবাসী দিনের পর দিন বঞ্চিত হচ্ছে নাগরিক সেবা থেকে।
এ বিষয়ে রিট পিটিশনকারী গনেশ শীল, নাইকো হাসদা ও দেওয়ান মুরমুর সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, হাইকোর্টে রিট পিটিশন বিষয়ে আমরা কিছুই জানিনা। মেয়র আমাদের পৌর অফিসে ডেকে নিয়ে কাগজে সই নেয়। আমরা পরে জানতে পেরেছি যে, আমাদের নামে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে। এটি আমাদের অজান্তে হয়েছে এবং আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। বিষয়টি জানার পর হাইকোর্টে গিয়ে আমরা এভিডেভিট করে এসেছি। কিন্তু এরপর কি হয়েছে আমরা আর জানিনা। তবে আমরা সরকারি বিধি অনুযায়ী দ্রুত পৌরসভার নির্বাচন আশা করছি। সাবেক কাউন্সিলর হেলাল হোসেন কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়ে ইউপি চেয়ারম্যান এর দায়িত্ব পালন করার কথা স্বীকার করে বলেন, এই দীর্ঘ সময় পরও আমার ছেড়ে যাওয়া ওয়ার্ডে কাউন্সিলর পদে উপ-নির্বাচন না হওয়া অনভিপ্রেত। এ বিষয়ে পৌর মেয়র মো. আমিনুল ইসলামের সাথে মেঠোফোনে কথা বলতে চাইলে তিনি পরিচয় জানার পর সংযোগ কেটে দেন। এরপর চেষ্টা করে তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।