চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরইল গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ওই গৃহবধূ বাদী হয়ে গোমস্তাপুর থানায় অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে জানা যায় দীর্ঘদিন যাবৎ একই এলাকার আইনাল হকের ছেলে আনিসুর (৩০) দীর্ঘদিন যাবত রাস্তাঘাটে ওই গৃহবধূকে রাস্তাঘাটে অশ্লীল কথাবার্তা ও কুপ্রস্তাব দেয়। এবং কুপ্রস্তাবে রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকি দেয় বলে লিখিত অভিযোগে বলা হয়। একপর্যায়ে গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূ স্বামীর অনুপস্থিতে ঘরে প্রবেশ জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি আত্মরক্ষার্থে চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসলে আনিসুর রহমান তার পরনের লুঙ্গি ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার কর্মকর্তা ইনচার্জ জসিম উদ্দিন জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।