২ জুলাই বগুড়া প্রেসক্লাবে অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবা বেগম এর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় বগুড়া প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন সারিয়াকান্দি চরপাড়া এলাকার কাজী মাহবুল আলম রঞ্জু। লিখিত বক্তব্যে তিনি বলেন প্রফের হাবিবা আমার এবং আমার ভাইসহ আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে তিনটি অভিযোগ উত্থাপন করেছেন। (১) ভূমি দস্যুতা, (২) জাল কাগজপত্র তৈরির মাধ্যমে তার পৈতৃক সম্পত্তি দখল এবং (৩) লাঠিয়াল বাহিনী দ্বারা হত্যার হুমকি প্রদান। শিক্ষকদেরকে আমরা মানুষ গড়ার কারিগর বলে জানি। তাঁরা মিথ্যা বলেন না, তথ্য-প্রমাণ ছাড়া কোন যুক্তি বা মতকে গ্রহণ করেন না-এটাই আমরা জানি। পক্ষান্তরে যারা নিজের স্বার্থ হাসিলের চেষ্টায় সত্য গোপন রেখে মিথ্যার আশ্রয় নেন এবং তথ্য-প্রমাণ ছাড়া নিজের মনগড়া মতকেই সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন সমাজে তাদেরকে গোয়েন্দা বা টাউট হিসেবে দেখা হয়। প্রফসর হাবিবা বেগম দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর মুখ থেকে মিথ্যা শব্দ বের হবে এবং কোন রকম প্রমাণ ছাড়াই তিনি কাউকে ভূমি দস্যু বলতে পারেন-সেটা আমাদের কাছে অকল্পনীয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, হাবিবা বেগম শিক্ষকতা পেশার সঙ্গে বেমানান সেই অচিন্তনীয় কাজটিই করেছেন। প্রফেসর হাবিবা বেগম সংবাদ সম্মেলনে যেসব অসত্য তথ্য উত্থাপন করেছেন। আমরা ৮ ভাই এবং ৪ বোন। তাদের মধ্যে এক ভাই মরহুম কাজী আবদুর রহিম মুক্তিযোদ্ধা ছিলেন। এ ছাড়া আমার বোনের দুই ছেলেও মুক্তিযোদ্ধা। অথচ সেই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের বিরুদ্ধেই ভূমি দস্যুতার অভিযোগ তোলা হয়েছে। যিনি ভূমি দস্যু শব্দটি ব্যবহার করেছেন সেই অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবা বেগমের পৈতৃক বাড়ি সারিয়াকান্দি থানা বোহাইলে। যা আমাদের গ্রম চরপাড়া হতে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে। তিনি অভিযোগ করেছেন, তাদের সিএস নামীয় সম্পত্তি নাকি আমরা ভুয়া কাগজ দেখিয়ে আরএস খতিয়ান প্রস্তুত করেছি। তার এ অভিযোগ সম্পর্কে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তিনি জমির কাগজপত্রই বোঝেন না। আপনারা জানেন, সিএস যা বৃটিশ আমলে হয়েছে তার খতিয়ানে দু’টি অংশ থাকে।প্রথশ অংশে তৎকালীন জমিদারের নাম এবং দ্বিতীয় অংশে রায়তি স্থিতিবান বা দখিলকারদের নাম রয়েছে। জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর আইন অনুযায়ী দ্বিতীয় অংশে যাদের নাম ছিল তারাই প্রকৃত জমির মালিক ও দখলদার। তাদের কাছ থেকে ওয়ারিশ সূত্রে বা কেনা বেচার মাধ্যমে পরবর্তীতে যারা সম্পত্তির মালিক হন তাদের নামেই এমআরআর বা এসএ খতিয়ান প্রস্তুত হয়েছে। আর তারও অনেক পরে বর্তমানে আর এস খতিয়ান প্রস্তুত হয়েছে। আইনের সেই স্বাভাবিক ধারাতেই সিএস থেকে এম আরআর বা এসএ সর্বশেষ আরএস খতিয়ানে আমাদের নাম উঠে এসেছে।