অমর কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ এর উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ নিয়ে এক পাঠ পর্যালোচনা গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের হল রুমে অনুষ্ঠিত পাঠ পর্যালোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা, প্রফেসর কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও কবি পান্না করিম। পাঠ পর্যালোচনায় অংশগ্রহণ করেন কবি সারমিন সীমা, কবি আফসানা জাকিয়া, কবি প্রতত সিদ্দিক, আমিনুল ইসলাম রনজু, নয়ন আহমেদ, আবু রায়হান, আল আমিন মোহাম্মদ, আল মাহমুদ হাসান, রহিমা খাতুন, আবদুল মতিন, উম্মে জান্নাতি তমা প্রমুখ।