নতুন রোটাবর্ষ ২০১৯-২০ শুরু উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়া এক বর্ণাঢ্য র্যালী বের করে এবং তবিবর রহমান মেমোরিয়াল শিক্ষাবৃত্তি প্রদান করে। শনিবার বেলা ১১টায় টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে রোটারী তবিবর রহমান মেমোরিয়াল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বগুড়া জেলার ৩৭টি স্কুল ও কলেজের ৮১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে প্রত্যেককে তিন হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বগুড়া করোনেশন ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষক মরহুম তবিবর রহমানের স্মরণে প্রবর্তিত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট রোটা. মোরশিদা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবৃত্তি কমিটির চেয়ারম্যান, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মামদুদুর রহমান শিপন, এ্যাসিসটেন্ট গভর্নর রোটা. সাহাবুদ্দীন সৈকত, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. সুলতানা পারভীন শ্রাবণী, ক্লাব সেক্রেটারী রোটা. শাহীন কাদির, কমিটির কো-চেয়ারম্যান রোটা. সানাউল হক দুলাল, নুনগোলা ডিগ্রি কলেজের প্রিন্সিপ্যাল সুলতান মাহমুদ। বৃত্তি গ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন নামুজা হাইস্কুলের ছাত্রী সুরাইয়া বান তহুরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু। এর আগে সকালে নতুন রোটাবর্ষ ২০১৯-২০ শুরু উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়া তাদের দত্তবাড়ীস্থ রোটারী ভেন্যু থেকে রোটারিয়ানদের এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সাতমাথায় ফেস্টুনসহ রঙিন বেলুন উড়ানো হয়।