শনিবার বগুড়া টিএমএসএস মিলনায়তনে ইভেন্ট ক্রিয়েটর এর আয়োজনে এবং বেসিক রিয়েল এস্টেট ও রেইনবো কমিউনিটি হসপিটাল এর সহযোগিতায় বগুড়ায় প্রথমবারের মতো ‘তরুন উদ্যোক্তা ডেভলপমেন্ট ক্যাম্প-২০১৯ অনুষ্ঠিত’ হয়েছে।
শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষন প্রদান করেন ইভেন্ট ক্রিয়েটর এর প্রধান নির্বাহী মোঃ মাহমুদুল হাসান। আইবিবিএল এর সিনিয়র কর্মকর্তা মোঃ এক আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা করেন ঢাকা ব্যাংক এর রিজিওনাল ম্যানেজার মোঃ ফারুক আহম্মেদ, আরডিএর পরিচালক(বিজনেস ডেভলপমেন্ট) ড. মোহাম্মাদ মুনসুর রহমান, আরডিএর সাবেক পরিচালক কৃষি বিজ্ঞানী ড. একে এম জাকারিয়া, প্রান্তিক টিভির স্টেশন ম্যানেজার মোঃ জাকারিয়া হাবিব, ম্যাডোলিন ক্যাফের ফাউন্ডার তহমিনা পারভিন, এলইডি এ্যাডভার্টাইজিং এ- প্রোডাকশন লিঃ এর ফাউন্ডার আল মারুফ সানী, আক্কেলপুর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মুহিদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের উপ-মহব্যবস্থাপক রাশিদা বেগম প্রমুখ। ওই ক্যাম্পে মোট ১০০ জন তরুন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।