বগুড়ার শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় বিভিন্ন স্থানে মিলছে মৃত মানব ভ্রন। শনিবার (৬ জুলাই) বিকেলে রাস্তার ড্রেনের পাশ থেকে একটি মৃত ভ্রুন উদ্ধার করেছে থানা পুলিশ।
জানা যায়, শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় নাম সর্বস্ব বিভিন্ন ক্লিনিক সহ স্থানীয় হাসপাতালে সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে অতিগোপনে রাতের বেলায় অবৈধ এমআর করার দৌরত্ব দিনকে দিন বেড়েই চলেছে। মাঝে মধ্য হাসপাতাল রোড কিংবা আশপাশের এলাকায় ভ্রন পড়ে থাকতে দেখা যায়। ফলে এলাকাবাসীর মধ্য মি¯্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগে জানা যায়, তারই ধারাবাহিকতায় একটি সক্রিয় চক্র অতিসম্প্রতি একজন নারীর অবৈধ গর্ভপাত ঘটিয়ে ভ্রনটি হাসপাতাল রোড কবরস্থানের উত্তরে রাস্তার ড্রেনের পাশে ফেলে রেখে যায়। পরে গতকাল বিকেল ৫ টার দিকে মৃত ভ্রুনের গন্ধ ছড়িয়ে পরলে পথচারীরা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ভ্রুনটি উদ্ধার করে মাটি চাপা দেয়।
এ ব্যাপারে ওই এলাকাবাসীরা আরো জানান, ক্লিনিক এলাকায় একটি চক্র অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে যেখানে সেখানে ভ্রুনগুলি ফেলে দেয়। এ ব্যপারে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এদিকে এ বিষয়ে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক)মো. হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে মৃত ভ্রুনটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেয়া হয়েছে।