বরিশাল জেলার আগৈলঝাড়া মাছের সাথে শত্রুতা করে ৫জুলাই শুক্রবার দিবাগত গভীর রাতে বিষদিয়ে ৫লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গছে।
আভিযোগ সূত্র জানাগেছে, বরিশাল জেলার আগৈলঝাড়া আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত লাল মোহাম্মাদ খানের ছেলে মো. বাবুল খান তার নিজ বাড়ির পুকুর (ঘের)-এ শিং মাছ, কৈ মাছ, তেলাপিয়া মাছ ও পাঙ্গাস মাছ চাষ করে আসছে। বাবুল খানের প্রতিবেসী জীতেন্দ্রনাথ ওঝাঁ ও তার ছেলে দেব ওঝাঁ এবং একই উপজেলার মৃত নেরেন্দ্রনাথ বসুর ছেলে শেখর বসুর সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে সত্রুতা চলে আসছিলো। বাবুল খানের ধারনা সত্রুতার জের ধরে তার উপরে প্রতিশোধ নেবার জন্য এবং তাকে আর্থিক ভাবে ক্ষতিসাধণ করার জন্য দেব ওঝাঁ ও শেখর বসু মিলে তার চাষকরা পুকুরে মাছে ৫জুলাই শুক্রবার দিবাগত গভীর রাতে বিষ দিয়ে শিং মাছ, কৈ মাছ, তেলাপিয়া বাছ ও পাঙ্গাস মাছ সহ প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে।
এব্যাপারে অভিযুক্ত দেব ওঝাঁ র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাবুল খানে পুকুরে আমি বিষ দেয়নি। আমার বিরুদ্বে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।