রাজশাহীর বাঘায় চার্জার টর্চ লাইটের মধ্যে ইয়াবা ট্যাবলেট বহনের সময় মিঠু মোল্লা (১৮) নামের এক স্কুল ছাত্রকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ভোর রাতে আলাইপুর বিজিবি কিশোরপুর হিন্দুপাড়ার সামশুলের আম বাগান সংলগ্ন এলাকা তাকে আটক করে। মিঠু মোল্লা কিশোরপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও ইতু মোল্লার ছেলে।
আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের নায়েক সিদ্দিকুর রহমানের নের্তৃত্বে টহল দল সন্দেহভাবে গ্রেফতার করে। পরে বডি তল্লাশি করে টর্চ লাইটের মধ্যে থেকে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে বাঘা থানায় স্থানান্তর করা হয়।
বাঘা থানার ডিউটি অফিসার, এএসআই ওমর ফারুক জানান, এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বিজিবি’র নায়েক সিদ্দিকুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ফাঁসানোর জন্য তার অজান্তে ট্যাবলেটগুলো টর্চ লাইটের মধ্যে কে বা কারা রেখেছিল বলে দাবি করে মিঠু মোল্লা।