চলতি সময়ের আলোচিত কণ্ঠশিল্পী বেলী আফরোজ সদ্য লন্ডনের শ্রোতা-দর্শকদের মাতিয়ে দেশে ফিরেছেন । দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন গান নিয়ে। এরইমধ্যে শো করেছেন তিনি কক্সবাজারে। তবে লন্ডনে সংগীত পরিবেশনের পর দর্শকদের যে সাড়া পেয়েছেন তার মুগ্ধতা যেন কাটছে না বেলীর। তিনি বলেন, লন্ডনের শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। আমি দেশ-বিদেশের অনেক জায়গায় শো করেছি। কিন্তু এত পরিমাণ দর্শক আমি খুব কম দেখেছি। শুধু তাই নয়, আমি যখন গাইছিলাম তারাও তখন গলা মিলাচ্ছিল।
এই মুগ্ধতার ঘোর আসলে সহজে কাটবে না। আমি কৃতজ্ঞ আমার দর্শক-শ্রোতাদের প্রতি। এদিকে ক’দিন আগেই প্রকাশ হয়েছে বেলীর নতুন গান ‘বেদের মেয়ে জোছনা রিটার্নস’। গানটি থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন এ গায়িকা। গানটিতে নিজেই পারফর্ম করেছেন বেলী। এদিকে সামনেই নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ গ্ল্যামারাস কণ্ঠশিল্পী। প্রকাশ করতে যাচ্ছেন একটি মেলোডিয়াস গান। এ বিষয়ে বেলী বলেন, কয়েকটি গানের কাজ চলছে আমার। এরমধ্যে থেকে একটি মেলোডিয়াস গান প্রকাশ করবো শিগগিরই। এরইমধ্যে তার কাজ চলছে। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।