বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যান চালক ইউনিয়ন (রেজি:নং রাজ: ৮৩৮) এর ত্রি- বার্ষিক নির্বাচন ২০১৯ অবাধ, সুষ্ঠু ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিন ব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মো. আবদুল কাদের ও প্রিজাইটিং কর্মকর্তা মো লাবুর সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিূত হয়। নির্বাচনে অংশগ্রহণ করেন তিনটি প্যানেলের মোট ৩৩ জন প্রার্থী। ৪ হাজার ভোটারের মধ্যে ১৮শ' ৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সিদ্দিক প্যানেল (হাত পাখা) প্রতীক ৮৩৯ ভোট পেয়ে জয়যুক্ত হয়।তার নিকটতম প্রতিদ্বন্দী মো.রাজু আহাম্মেদ (ছাতা মার্কা) পেয়েছে ৫৬৬ ভোট ও বাবুল প্যানেল (ঘোড়া মার্কা) পেয়েছে ৪৬৬ ভোট।
নির্বাচন পরিচালনা কাজে নিয়জিত ছিলেন বীরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শিবিলী সাদিক, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক দেবেন কুমার সরকার ও পৌর ছাত্রলীগ সভাপতি ও রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো.মোনায়েম মিয়া। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষে বীরগঞ্জ থানা পুলিশ সর্বাত্বক সহযোগিতা করেন।