নওগাঁর মান্দায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ভারশোঁ গ্রামের মৃত মোস্তফার ছেলে মোর্শেদ আলম (৪৩), সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩২) ও নলঘৈর গ্রামের ইয়ার আলির ছেলে তারেক হোসেন (২৪)। এদের মধ্যে মোর্শেদের নিকট থেকে ২৫ পিস এবং আমিনুল ইসলাম ও তারেক হোসেনের নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোর্শেদের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে। অন্যদিকে শনিবার দুপুরে উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপালপুর বাজারের চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আমিনুল ও তারেককে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।