বড়াইগ্রামে যুব-মহিলালীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মহিলা অনার্স কলেজে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলির সভাপতিত্বে অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর সভার মেয়র কে.এম জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা উপস্থিত ছিলেন।