নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তের গুলিতে নিহত আল-আমিনের খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে খলিসাডাঙ্গা কলেজের শিক্ষক-কর্মচারী ও তার সহপাঠীরা। এর আগে শনিবার সকালে পাবনা থেকে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক কলেজ ছাত্র আল-আমিনের বাবা-মা। স্বজনেরা ছাড়াও গোটা গ্রাম যেন শোকে ভাসছে। শনিবার সরেজমিনে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মকিমপুর গ্রামে নিহত আল-আমিনের বাড়িতে গেলে এমন দৃশ্যই চোখে পড়ে।
নিহতের স্বজনেরা জানান, আর্থিক অনটনের মধ্যেও ছেলেকে লেখাপড়া করিয়ে বড় করার স্বপ্ন ছিলো আল-আমিনের বাবা-মায়ের। আল আমিনও লেখাপড়া শিখে সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিল। চাকরী পেয়ে দরিদ্র বাবা-মায়ের দায়িত্ব নেয়ার ইচ্ছে ছিল তার। কিন্তু দুর্বৃত্তের গুলিতে সব স্বপ্ন ধূলিস্মাৎ হয়ে গেছে। এদিকে, হত্যাকান্ডের সময় আল-আমিনের সঙ্গে থাকা তার আড়াই বছর বয়সী ভাগিনা ঘটনার পর থেকে আতঙ্কে কারো সঙ্গে কথা বলছে না বলে জানা গেছে।
এদিকে, শনিবার সকাল ১১টার দিকে আল-আমিনকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের আটকের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খলিসাডাঙ্গা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিল পরবর্তী সমাবেশে কলেজের অধ্যক্ষ ফরিদুজ্জামান স্বপন, প্রভাষক কাওসার হোসেন ও আবদুল জাব্বার, সহপাঠী আশরাফুল ইসলাম বক্তব্য রাখেন।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া হত্যাকান্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তবে তদন্ত ও অপর আসামীদের ধরার স্বার্থে তার নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আশা করি, খুব দ্রুতই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকালে উপজেলার মকিমপুর গ্রামে কলেজ ছাত্র আল-আমিনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে তিন দুর্বৃত্ত। এ সময় তার কাছে থাকা চাচাতো ভগ্নিপতির একটি পালসার মোটর সাইকেল ছিনতাই করে নেয় তারা।