নেচে গেয়ে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এ কলেজে নবীন বরণ ও কলেজ শাখার বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
নবীনদের বরণ শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং পরে কেক কেটে কলেজ শাখার ৮ম বর্ষপূতি উপযাপন করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এ- কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবীন বরণ ও কলেজ শাখার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবীন বরণ ও কলেজ শাখার ৮ম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নটরডেম কলেজের উপাধ্যক্ষ ও নটরডেম বিশ^ বিদ্যালয়ের সহকারী রেজিষ্টার ড. ফাদার শংকর লেনার্ড রোজারিও সিএসসি।
অনুষ্ঠানে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এ- কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সি.এস.সি’র সভাপতিত্বে সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার সরোজ ভিনসেন্ট গমেজ সিএসসি, বক্তব্য রাখেন প্রভাষক মনোয়ার হোসেন মানিক, প্রভাষক সুনিল চন্দ্র রায়, সহকারি প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরি ফিকেশন সিআইসি, সহকারি প্রধান শিক্ষক ব্রাদার জনি গ্রেগরী সিএসসি প্রমুখ।