দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে বেড়েছে ৩ থেকে ৫টাকা পেঁয়াজের দাম।
ভারত থেকে আমদানি কম হওয়ায়, দামও বেড়েছে বলে জানিয়েছেন আমদানিকারকসহ সংশ্লিষ্টরা।
গত বৃহস্পতিবার আমদানি করা ভারতীয় পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে পাইকারি বিক্রি হয়েছে ১৭ থেকে ১৮ টাকা কেজিতে। গতকাল শনিবার বিক্রি হয়েছে ২০ থেকে ২২ টাকা দরে।
আর এসব আমদানি করা পেঁয়াজ আবার খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে প্রকারভেদে ২৪ থেকে ২৮ টাকা কেজি দরে।
হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা ফেরদৌস রহমান জানান, দুইদিন আগে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আর শনিবার কিনতেই হচ্ছে ২২ টাকা কেজি দরে।
জানা যায়, ভারত থেকে এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক কম প্রবেশ করছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ টি করে পেঁয়াজ বোঝাই ট্রাক প্রবেশ করলেও বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫ থেকে ২০ টিতে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, ভারতেই পেঁয়াজের উৎপাদন কম হয়েছে এবং দামও বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের বেশি দামে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। এ ছাড়া ট্রাক ভাড়াও বেড়েছে। ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম একটু বেড়েছে।