দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে অবস্থান নিয়ে অবোরোধ করে আন্দোলনরত শ্রমিকরা।
গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আন্দোলনরত শ্রমিকরা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে অবস্থান নিয়ে তাদের পুর্ব ঘোষিত এই অবোরোধ কর্মসূচি শুরু করে।
অবরোধ শনিবার সন্ধার আগ পর্যন্ত চালায় এবং এতেও তারা সারা না দিলে রবিবার সকাল ৯টা থেকে আবার সড়ক অবরোধ করবেন বলে জানান উন্নয়ন কাজের শ্রমিক অধিকার আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান।
এদিকে অবরোধের ফলে ওই সড়কে যান চলাচলে বাধার সম্মুখীন হওয়ায় দূর্ভোগে পড়েন সাধারন মানুষেরা।
তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজের শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান বলেন, শ্রমিকদের কথা চিন্তা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ দেয়ার অনুমতি দিলেও, এখন প্রর্যন্ত তারা নিয়োগ পায়নি। তিনি বলেন, শ্রমিকদের কাজ নাই পেটে ভাত নাই, শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে, তাই বাধ্য হয়ে অবোরোধ কর্মসূচি নিতে বাধ্য হয়েছে শ্রমিকরা।
তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট এর উন্নয়ন কাজের স্থানীয় শ্রমিকরা উৎপাদন কাজে কর্মী হিসাবে নিয়োগের দাবীতে দীর্ঘদিন ধরে এ আন্দোলন করে আসছে।
এসময় শ্রমিক অধিকার আন্দোলন কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারন সম্পাদক নুর আলমসহ শ্রমিক নেতা আরিফুল ইসলাম, কবি শাহাজান আলী মানিক শ্রমিকদের দাবী পুরনের দাবীতে বক্তব্য দেন।