মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা এবং উৎসাহ যোগানো, যাতে করে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের জন্যে অবদান রাখতে পারে এ লক্ষ্যকে সামনে রেখে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম শিক্ষাবৃত্তি ও সন্মাননা প্রদান শুরু করা হয়েছে।
গতকাল শনিবার দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম পরিবারবর্গের আয়োজনে প্রথমবারের মত জিলা স্কুলের ৩ জন মেধাবী শিক্ষার্থীকে এ সম্মান প্রদান করা হয়েছে। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে বলে জানায় আয়োজকরা।
অনুষ্ঠানে এবারের ২০১৯ এসএসসি পরিক্ষায় দিনাজপুর জিলা স্কুলের মেধাতালিকার ১ম স্থান অধিকারী সর্বোচ্চ নম্বর ১০২৮ প্রাপ্ত শাহরিয়ার হাসান খাঁন,দ্বিতীয় স্থান ১০২৪ নম্বর প্রাপ্ত আল তৌফিক এবং তৃতীয় স্থান ১০২২ নম্বর প্রাপ্ত আব্দুল্লাহ আল নোমানকে শিক্ষাবৃত্তির নগদ আর্থিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা ও সন্মননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সা:সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: আবু বকর সিদ্দিক।
শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তম‘র ভাগিনা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার মো: খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন,বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দীন আখতার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ইদ্রীস আলী সরকার।
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের যুদ্ধকালিন সময়ের স্মৃতিচারন তথ্য তুলে ধরে বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমসহ স্বাধিকার আন্দোলনে মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদের স্মৃতি ও স্বপ্নকে লালন করবো।