মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। শুক্র ও শনিবার এ সকল মনোনয়নপত্র প্রার্থীরা সংগ্রহ করে রবিবার জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও এক দিন আগে শনিবার এগুলি জমা হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ সহকারী প্রভাষক মামুন অর রশিদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। এ বারের নির্বাচনে সম্পাদক পদে মোতাহার হোসেন, অর্থ সম্পাদক পদে ডাঃ মিজানুর রহমান ও আইসিটি সম্পাদক পদে শফিয়ার রহমান একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। সভাপতি পদে বর্তমান সভাপতি পদে বর্তমান সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সাবেক সভাপতি এস এম মজনুর রহমান ও প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক এস এম শাহিনুর রহমান পান্না প্রার্থী হয়েছেন। এ ছাড়া সহ-সভাপতি ২টি পদে জি, এম ফারুক আলম, নূরুল হক ও ইলিয়াস হোসেন প্রার্থী হয়েছেন। যুগ্ম সম্পাদক ২টি পদের বিপরীতে ৩ জন আসাদুজ্জামান রয়েল, হারুন অর রশিদ সেলিম ও সঞ্জয় কুমার দে। সাংগঠনিক সম্পাদক পদে ২ জন এস এম সিদ্দিক ও তাঁজ উদ্দিন বাঁধন, দপ্তর সম্পাদক পদে ৩ জন মোঃ জাহাঙ্গীর আলম, অশোক কুমার বিশ্বাস ও উজ্জ্বল রায়। ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে ২ জন জি. এম টিপু সুলতান ও রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ২ জন হারুন অর রশীদ ও নির্বাহী সদস্য ৫টি পদের বিপরীতে ৬ জন প্রার্থী তারা হলেন আবদুল মতিন, হুসাইন নজরুল ইসলাম, ইউনুচ আলী, আনিছুর রহমান, মনোয়ার হোসেন ও গীতা রানী কুন্ডু। আগামি ২০ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।