চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন। আজ শনিবার সকাল ১০টায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। এসব স্বর্ণ কাস্টম হাউজে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড ও স্থানীয় এলাকাবাসী জানায়, এক পাচারকারী ওই বিমানবন্দরে সকালে যে কোন একটি ফ্লাইটে ৩০টি স্বর্ণের বার নিয়ে আসেন।
এরপর তিনি বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে বের হয়ে স্বর্ণের বারগুলো ব্যাগে নিয়ে যাচ্ছিলেন। এ সময় কোস্ট গার্ড সদস্যদের দেখেই সেই ব্যাগটি ফেলে পালিয়ে যান তিনি। পরে ব্যাগটি তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন অন্তত ৩শ’ ভরি। কোস্ট গার্ডের পূর্ব জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব স্বর্ণ কাস্টম হাউজে হস্তান্তর করা হয়েছে।