বিপিএল ফুটবলে শনিবার মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের মুখোমুখি হবে রহমতগঞ্জ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। অপর ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায় টেবিলের চারে থাকা শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ ছাড়া একই সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী।
এবারের আসরে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না মুক্তিযোদ্ধার। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও হারের বৃত্তে সেন্টুর শিষ্যরা। এ পর্যন্ত ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে মুক্তিযোদ্ধা। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে রহমতগঞ্জ। আসরে দ্বিতীয় পর্বেও জয়ের দেখা পাচ্ছে না পুরনো ঢাকার ক্লাবটি। এদিকে, ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে শেখ রাসেল।
সবশেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে ব্যাকফুটে টিটুর শিষ্যরা। আর ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে শেখ জামাল ধানমন্ডি। সবশেষ চার ম্যাচে কোনো জয় পায়নি মানিকের দল। অন্যদিকে, এবারের আসরে নিজেদের খুঁজেই পাচ্ছে না মোহামেডান। ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে সাদা-কালোরা। আর ১৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চট্টগ্রাম আবাহনী। সবশেষ ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে বেশ আত্নবিশ্বাসী চট্টলার ক্লাবটি।