পাবনার সুজানগরের হেমরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় এমপি আহমেদ ফিরোজ কবির ওই ভবনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় ৯লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ওই ভবন উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, এডঃ আহসান হাবিব হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম হোসেন ও প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রমুখ। এ ছাড়া এমপি ফিরোজ কবির এদিন উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।