দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে শাহ মেডিসিন কর্ণার নামক একটি ঔষুধের দোকানে দুঃসাহসি চুরি সংঘটিত হয়েছে। নৈশ্য প্রহরী টের পাওয়ায় চোরেরা দুটি ফার্নিচার ও একটি মোবাইল দোকানে চুরি করতে ব্যর্থ হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে। শাহ মেডিসিন কর্ণার ঔষুধের দোকানের মালিক শাহ আবু সাঈদ জানান, চোরেরা আমার দোকানের সাটার ভেঙ্গে প্রায় ২ লক্ষাধিক টাকার ঔষুধ চুরি করে নিয়ে গেছে। রাণীগঞ্জ বাজারের শ্রমিক কাউছার আহম্মেদ জানান, রাত অনুমান ৩টার সময় বাজারের চা দোকানদার সাইফুল ইসলাম সরকার ফার্ণিচার দোকানের পিছনে লেট্রিনে গিয়ে টিন খোলার শব্দ শুনে নৈশ্য প্রহরী আঃ সাত্তারকে জানালে নৈশ্য প্রহরী সহ ২/৩জনকে সঙ্গে নিয়ে ফার্ণিচার দোকানের পিছনে গেলে চোরেরা পালিয়ে যায়। সরকার ফার্ণিচারের মালিক রেজাউল করিম সরকার জানান, দোকানের পিছনে টিনের বেড়া খুলে ভেতরে প্রবেশ করলেও চোরেরা কোন মালামাল চুরি করে নিয়ে যেতে পারেনি। অপর দিকে ফজলুর রহমানের ফার্ণিচার ও মোবাইল দোকানে একই ভাবে প্রবেশ করলেও চোরেরা মালামাল চুরি করে নিয়ে যেতে ব্যর্থ হয়। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জকে অবগত করা হয়েছে।