শনিবার দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের আয়োজনে মাদক,জঙ্গী ও সন্ত্রাস বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলামের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী ঘোড়াঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে স্থানীয় রাজিয়া চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম,ও,সি (তদন্ত ) ফেরদৌস আলী,আব্দুস সাত্তার প্রমুখ। র্যালীতে পুলিশ সদস্য ছাড়াও রাজিয়া চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।