সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরার -খুলনা মহাসড়কের পল্লীবিদ্যুৎ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম (৩৮) তালা উপজেলার পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক। তার গ্রামের বাড়ি উপজেলার নওয়াপাড়া গ্রামে। সে শাহাজান শেখের স্ত্রী।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান শিক্ষিকা ভ্যানযোগে পাটকেলঘাটা কলেজে যাচ্ছিলেন এ সময় বিপরীত দিকথেকে আসা খুলনা গামী তেলবাহী ট্রাক যশোর ট-১১-৩৬৮১ ট্রাকটি কলেজ শিক্ষিকাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ ড্রাইভার নজরুল ইসলামকে ট্রাকসহ আটক করে থানায় নিয়ে যায়।