পিরোজপুর জেলার স্বরূপকাঠি(নেছারাবাদ)ও সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম গতকাল সকালে শিক্ষকদেরকে উদ্যেশ্য করে বলেছেন, শিক্ষা জীবন হচ্ছে চন্দ্রহীন অন্ধকার আকাশ অর্থাৎ ‘মুনলেস স্কাই’। যে শিক্ষা একজন ছাত্রকে সমৃদ্ধ করবে সেই দ্বায়িত্ব আপনাদের (শিক্ষকদের), যে শিক্ষার মাধ্যমে ফাউন্ডেশন তেরী হয়না সে শিক্ষা অর্থহীন-অথর।
মন্ত্রী গতকাল সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদের ‘শহীদ ওমর ফারুক মিলনায়তনে’ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সময় পিরোজপুর সংরক্ষিত মহিলা আসন-১৯; সংসদ সদস্য শেখ এ্যানি রহমান উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আবদুল হক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জেছের আলী। অনুষ্ঠানে দুই উপজেলার শিক্ষকও শিক্ষা অফিসারগন উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, কোমলমতি ছাত্রদের তার মানষিকতা, তার করনীতা ও সুকুমার বৃত্তিতে মাথায় রেখে ওই শিক্ষার্থীকে শিক্ষা দিতে হবে। আমাদের জন্য দুর্ভাগ্য, এজন্য যে, আমাদের সমাজে এখনও নৈতিকতা, মূল্যবোধ ও প্রচন্ড অবক্ষয়ের মধ্যে নিপতিত রয়েছি। শিক্ষকদের উদ্যেশ করে মন্ত্রী ছাত্রদেরকে টিচিং দেয়ার বিষয় বলেন, অবৈধ উপায় অর্জিত অর্থ দিয়ে বিত্ত-বৈভবের মালিক হওয়া যায় কিন্তু তাতে কোন শান্তি থাকেনা, কৃতিত্ব থাকেনা।
শ.ম রেজাউল রাজনীতি সম্পর্কে বলেন, মানুষর কল্যাণেযারা নিজেকে উৎসর্গ করতে পারেন তারাই সত্যিকারের রাজনীতিবিদ। আমি আপনাদের ভলোবাসায় সংসদ সদস্য হয়েছি, প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন, আমার আর কী চাওয়ার থাকতে পারে। এখন আমার কাজ হচ্ছে মানুষরে কলানে কিছু করা। সেই আঙ্গিকে আপনাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ, শিক্ষক ও বন্ধু-বান্ধব যারা রয়েছেন আসুন আমরা বাংলাদেশকে একটি আধুনিক ও সু-শিক্ষিত রাষ্ট্রে পরিনত করি। যে শিক্ষায় শিক্ষিত শিক্ষকরা নুসরাতের মত কৃতিবান শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে মারে, কুখ্যত নয়ন বন্ডে পরিনত হয়, সে শিক্ষার কাছে আমরা যেতে চাইনা। আমরা যেতে চাই সথিনাত পশারের আদর্শ নিতী, বাল্য শিক্ষা, যেখানে লেখা থাকত বিভিন্ন মনিষীদের শিক্ষনীয় বিভিন্ন বানী। আমাদের মানুষের মধ্যে অনেক অমানুষ লুকায়িত আছে, আছে মনুষত্ব, আছে পশুত্বও, পশুত্বকে মন থেকে াামাদেরকে ঝেড়ে ফেলতে হবে।
কৃষি যন্ত্রপাতি বিতরন:
পরে মন্ত্রী পিরোজপুর সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলার দশজন ক্ষুদ্র চাষীর মধ্যে পাওয়ার প্রেসার যন্ত্র ও একজনকে কৃষি যন্ত্র রিপার বিতরন করেন। এ সময় সংসদ সদস্য শেখ এ্যানি রহমান, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুন ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ ও কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।