মুলাদীতে নিখোঁজের ২ দিন পরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ উপজেলার রামচর গ্রামের আরিফ হোসেন হাওলাদারের স্ত্রী ইয়াসমিন (২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ইয়াসমিন উপজেলার নাজিরচর ইউনিয়নের চিলমারী গ্রামের মোহাম্মাদ হোসেন মৃধার মেয়ে। গত বৃহস্পতিবার রাতে সে নিখোঁজ হয়। জানাগেছে ৭/৮ বছর আগে ইয়াসমিনের সাথে আরিফ হোসেনের বিয়ে হয়। আরিফ হোসেন ও স্থানীয়রা জানান ২/৩ বছর ধরে ইয়াসমিন বেশিরভাগ সময় নামাজে মশগুল থাকতেন। সময়ে-অসময়ে সে নামাজ পড়তো। আচরণ অস্বাভাবিক হওয়ায় প্রায় ৩মাস আগে আরিফ তার স্ত্রীকে পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। পিতার বাড়িতেও ইয়াসমিন একই আচরণ করতে থাকে। মোহাম্মদ হোসেন মৃধা জানান গত বৃহস্পতিবার রাতে তার মেয়ে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে পরিবার হতাশ হয়ে পরে। শনিবার সকালে তাদের পাশ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরের একটি টিন খোলা দেখে সন্দেহ হয় এবং সেখান দিয়ে ইয়াসমিনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ইয়াসমিনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান ইয়াসমিনের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে সে আতœহত্যা করে থাকতে পারে। ময়না তদন্ত রির্পোট আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।