লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় জিয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেয়া হলে ৭দিন পর তার মৃত্যু হয়।
শুক্রবার(০৫ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় জিয়ারুল মারা যান।
এর আগে শনিবার (২৯ জুন) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম উপজেলার মির্জারকোর্ট এলাকায় পাথর বোঝাই একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। ৭দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার রাতে মৃত্যুর কাছে হেরে যান।
জিয়ারুল ইসলাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর এলাকার সোলেমান আলীর ছেলে।
জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ মিয়া জানান, গত শনিবার (২৯ জুন) বিকেলে বুড়িমারী স্থলবন্দরে কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন জিয়ারুল ইসলাম। এ সময় বুড়িমারী থেকে একটি পাথর বোঝাই ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান জিয়ারুল ইসলাম।