শনিবার স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়।
গত ১ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সরকারি সফর ও ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের গ্রীষ্মকালীন সম্মেলনে যোগ দিতে দেশটিতে যান প্রধানমন্ত্রী।রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে চীন।এসময়, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক এসব কথা জানান। বেইজিং এ স্থানীয় সময় পৌনে ছয়টায় ডানিউট স্টেট গেস্ট হাইজে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান লি ঝাংশু'র সাথে বৈঠক করেন শেখ হাসিনা।
এর আগে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪ টায় তিয়েন আনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী সেখানে পৌঁছলে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়।