বকেয়া মাসিক বেতন পরিশোধের দাবিতে বগুড়া পৌরসভায় কর্মরত হরিজন ও শ্রমিক ঐক্য পরিষদ যৌথ কমিটির উদ্যোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভা চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন যৌথ কমিটির সভাপতি শ্রী উত্তম কুমার সরকার, সাধারন সম্পাদক শ্রী মন্টু হরিজন, শ্রী দিপক কুমার, শ্রী সুধীর, শ্রমিক নেতা মাসুদ সরকার কনক, মোস্তাক আহম্মেদ, জাহিদুল ইসলাম বাবু, সৌরভ গাঙ্গুলী, সহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ থেকে বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রেখে আন্দোলন চালিযে যাওয়ার হুশিয়ারী দেওয়া হয়।