নাটোরের বড়াইগ্রামে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। তিন হত্যাকারী এসময় নিহতের ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। নিহত আল আমিন (১৮) বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মোকিমপুর গ্রামের শাহাদত হোসেনের একমাত্র ছেলে ও খলিসাডাঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
নগর ইউপি চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন ডালু ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোকিমপুর গ্রামের শাহাদত হোসেনের কলেজ পড়–য়া ছেলে আল আমিন তার চাচাতো দুলাভাইয়ের পালসার মোটর সাইকেল নিয়ে স্থানীয় কয়েন বাজারে মাছ কেনার জন্য রওনা হয়। নিজ গ্রামের বটতলা মোড়ে পৌছামাত্র পূর্ব থেকে একটি মোটর সাইকেল নিয়ে অবস্থান করা তিনজন যুবক ইশারা করে তার গতিরোধ করে। এ সময় ঐ তিন যুবক আল আমিনকে শার্টের কলার ধরে তার বুকের বাম পাশে এক রাউন্ড গুলি করে রাস্তায় ফেলে মোটর সাইকেলটি নিয়ে চলে যায়। এ সময় আল আমিনের সাথে থাকা তার আড়াই বছর বয়সী ভাগ্নে অক্ষত রয়েছে। পরে এলাকাবাসী আল আমিনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এলাকাবাসীর ধারনা মোটর সাইকেলে ছিনতাইয়ের জন্য এই ঘটনা ঘটেনি। শুধু মোটর সাইকেল ছিনতাই করতে হলে তার পায়ে গুলি করলেই চলতো কিন্তু হত্যাকারীরা পরিকল্পিত ভাবে অবস্থান নিয়ে তার বুকের বাম পাশে একটি মাত্র গুলি করে তাকে হত্যা করেছে এবং মোটর সাইকেল নিয়ে স্থান ত্যাগ করেছে।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেছেন, ঘটনার তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হবে। এখনই আমরা অভিযুক্তদের আটকের চেষ্টা শুরু করেছি। রাতেই হত্যা মামলা দায়ের করা হবে।