দিনাজপুরের কাহারোল বাজার ফাজিল মাদ্রাসার ২ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যয়ে শুক্রবার সন্ধ্যায় চার তলা ভবনের ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার সভাপতি মোঃ আশরাফুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ কাহারোল উপজেলা শাখার সভাপতি এ.কে.এম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, কাহারোল বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সাত্তার কাদেরী। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মহিলা সদস্য মিরা মাহবুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র ও ৬ নং ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক মোঃ মুনছুর আলী।