জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখে দীর্ঘ ১০ বছর ক্যারিয়ার শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ডাচ কিংবদন্তী ফুটবলার আর্জেন রবেন। বৃহস্পতিবার ৩৫ বছর বয়সে অবসরের ঘোষণা দেন তিনি।
দ্যা টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সকল প্রকার সন্দেহের ঊর্ধ্বে উঠে ক্যারিয়ারের সব চেয়ে কঠিন এই সিদ্ধান্তটি নিয়েছি আমি। আমার হৃদয় বলছে খেল, কিন্তু আমার শরীর বলছে না।'
এর আগে, গত ৩০ জুন বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে রবেনের। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি হল্যান্ড জাতীয় দলের হয়ে ৯৬টি আন্তর্জাতিক ম্যাচে গোল করেছেন ৩৭টি। ২০১০ সালের বিশ্বকাপে তিনিই দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। চার বছর পর অনুষ্ঠিত বিশ্বকাপে তার দল তৃতীয় স্থান অর্জন করে। এর বাইরে ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির হয়ে দুই বার শিরোপা স্বাদ গ্রহণ করেছেন রবেন। ২০০৫ ও ২০০৬ সালে কোচ হোসে মরিনহোর অধীনে এই সফলতা লাভ করেছিলেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদের হয়ে লা লীগারও শিরোপা জয় করেন এই ডাচ তারকা।
তবে রবেনের সবচেয়ে স্মরণীয় সময়গুলো কেটেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। সেখান দশ বছরের ক্যারিয়ারে তিনি আট বার বুন্দেসলিগার শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন। সেই সঙ্গে ৫ বার জার্মান কাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করেছেন। ক্লাবটির হয়ে ৩০৯ ম্যাচে অংশ নিয়ে রবেন গোল করেছেন ১৪৪টি।রবেন বলেন, ‘এখনো আমি যথেষ্ট ফিট এবং শারীরিকভাবে সুস্থ এবং আমি অন্য অনেক ক্রীড়ারও দারুণ ভক্ত। আগামীতে আমি সেগুলো উপভোগ করে যেতে চাই।’