পুরো নাম মাইনুল আহসান নোবেল। কিছুদিন আগেও এ নামটি তার পরিবার আর বন্ধুরা ছাড়া কেউ জানত না। অথচ সময়ের পালাক্রমে নোবল এখন দেশের গন্ডি ছড়িয়ে জনপ্রিয়তা পেছেন ভারতেও।
ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো 'সারেগামাপা'য় জেমসের 'বাবা' গানটি গেয়েই জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন উদীয়মান এ কণ্ঠশিল্পী। সেই থেকে শুরু। একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন গোপালগঞ্জের এই ছেলে।
চমকের ধারাবাহিকতায় এবার নতুন খবর নিয়ে এলো নোবেল। এতদিন গান করেছেন মঞ্চে ও ইউটিউবে। এবার গাইবেন চলচ্চিত্রে। প্রথমবারের মতো পেস্নব্যাক করতে যাচ্ছেন মাঈনুল আহসান নোবেল।
বুধবার বিকালে গণমাধ্যমকে নিজেই এ খবর জানিয়েছেন তিনি। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত 'শান' ছবির টাইটেল গানটি তিনিই গাইতেন যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে এ গানের রেকর্ডিং। এজন্য বেশ উচ্ছ্বসিত নোবেল। তিনি বলেন, 'শান' চলচ্চিত্রটি ছাড়া আরও বেশ কয়েকটি সিনেমায় পেস্নব্যাকের কথাবার্তা চলছে। পাশাপাশি নিজের জন্য মৌলিক গানও তৈরি করছি। ইতোমধ্যে চারটি গান তৈরি করেছি। আরও কিছু গান যোগ করে আলাদাভাবে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব।'
জানা গেছে, পুরোপুরি অ্যাকশন-থ্রিলার আর রোমান্টিক ধাঁচের ছবি হতে যাচ্ছে 'শান'। এটি পরিচালনা করছেন এম রাহিম। ছবিটিতে নোবেলের পেস্নব্যাক পরিচালক বলেন, 'আমরা অনেকদিন ধরেই গান করা নিয়ে আলাপ করছিলাম। ভালো লাগে নোবেল গাইতে রাজি হয়েছে। বুধবারই সবকিছু চূড়ান্ত হয়েছে।' তবে 'শান' ছবির এ গানের সুরকার ও গীতিকার নিয়ে এখনই বলতে প্রকাশ করেননি নোবেল ও ছবির নির্মাতা।
গানে গানে এ পর্যন্ত আসতে নোবেলকে অনেক কাঁঠখড় পোড়াতে হয়েছে। কয়েক বছর আগে বাংলালিঙ্ক কর্তৃক আয়োজিত নেক্সটিউবারে গান গেয়ে সবাইকে মাত করিয়ে দিলেও রুচিহীন জাজমেন্টের কারণে বাদ পড়েন তিনি। তবে বাংলাদেশের বিচারকরা নোবেলকে সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হলেও নতুনভাবে আবিষ্কার করেছে ভারতীয় রিয়্যালিটি শো 'সারেগামাপা'। তার গানের জাদুতে মুগ্ধ হয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ও নোবেলের সঙ্গে গান গাওয়ার ইচ্ছে পোষণ করেছেন।