দেবহাটায় সাপের দর্শনে ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, দেবহাটা উপজেলার শীবনগর গ্রামের জয়দেব ঘোষের বড় মেয়ে তৃঞ্চা রানী (১২) প্রতিদিনের মতো বৃহষ্পতিবার রাতে পড়াশুনা শেষ করে তাদের ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে বিষাক্ত সাপ তাকে দর্শন করলে সে চিৎকার করলে তার বাবা মা ঘুম থেকে দ্রুত তাদের মেয়েকে স্থানীয়ভাবে চিকিৎসা দিলে তার অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তৃঞ্চা মৃত্যুবরন করে। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তৃঞ্চা রানী ২ বোনের মধ্যে বড় ছিল। সে উপজেলার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে পড়তো। দেবহাটা সদর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু সাপের কামড়ে তৃঞ্চার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।