পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু আর্ট গ্যালারী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্ট গ্যালারী উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টারের সহযোগিতায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের পরিকল্পনা ও বাস্তবায়নে ইউএনও কার্যালয়ের প্রবেশ মুখে ‘বঙ্গবন্ধু আর্ট গ্যালারী’ উদ্বোধন করা হয়। মূলতঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শফিউল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার,ইউএনও সরকার অসীম কুমার,সহকারী কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন।