চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রধান ফটক,পৌর শহরের শাহী মসজিদ মোড় ও উপজেলা পরিষদ চত্বরে পৃথকভাবে এই কর্মসূচী পালন করা হয়। এসময় বক্তব্য দেন,সহকারী অধ্যাপক কামাল মোস্তফা,সহকারী অধ্যাপক আঃ মান্নান,প্রভাষক আবুল কালাম আনসারী,লিলি আকতার,রাবেয়া সুলতানা,রেহানা সুলতানা,অফিস সহকারী আঃ রহমান,মানিক মোল্লা প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন,অধ্যক্ষ মিজানুর রহমান নিজের অনিয়ম-দূর্নীতি ঢাকতে কলেজ সরকারি করণে বাধা সৃষ্টি করেছেন। দেশের সকল কলেজের পদ সৃজনের ফাইল নির্ধারিত সময়ে পৌঁছালেও চাটমোহর সরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের পদ সৃজনের ফাইল অধ্যক্ষের ষড়যন্ত্রের কারণে পৌঁছায়নি। শিক্ষক-কর্মচারী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বক্তারা অধ্যক্ষ অপসারণ করে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।