জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী বন্দরের ভাই ভাই সুপার মার্কেটের পোদ্দার ক্লোথ ষ্টোরের গোডাউনে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
শুক্রবার সকালে গোডাউন মালিক অলোক পোদ্দার জানান, অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার কাপর সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর রেজাউল করিম টিুটসহ কমপক্ষে ১০জন গুরুত্বর আহত হয়েছেন। তাদের বরিশাল শেবাচিম ও গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ^াস দিয়েছেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
প্রত্যক্ষদর্শী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া ও ব্যবসায়ী সজল ঘোষ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ভাই ভাই সুপার মার্কেটের দোতলায় পোদ্দার ক্লোথ ষ্টোরের গোডাউনে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান দ্রুত ছড়িয়ে পরে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মী, থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের আনার কাজ শুরু করেন। পরবর্তীতে পাশর্^বর্তী আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে ভয়াবহ অগ্নিকান্ডে একই উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামের মহিউদ্দিন বেপারীর বসতঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাঁচ লাখ টাকা।