নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর তিন বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ফল ২০১৫ এর ২য় ব্যাচের সিই, সিএসই এবং ইইই বিভাগের শিক্ষার্থীদের চার বছরের কোর্স সমাপনী উদ্যাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সকালে এক শিক্ষা সমাপনী র্যালি বের করা হয়। র্যালিটি বাউয়েট ক্যাম্পাস থেকে শুরু হয়ে দয়ারামপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল। সন্ধ্যায় বাউয়েট এর বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, ক্রেস্ট প্রদান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আশরাফুল ইসলাম, পিএসসি, প্রধান অতিথি ছিলেন। এর আগে বাদ যোহর বাউয়েটের কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার, ডিনগণ, প্রক্টর, বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।