ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রিপন ওরফে কিরিচ রিপনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বারইগাঁও গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। কিরিচ রিপন বারইগাঁও গ্রামের রাসিদ মিয়ার ছেলে ও দত্তেরবাজার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক।
পাগলা থানার ওসি মোহাম্মদ শাহিনূরজ্জামান খান বলেন, গ্রেফতারকৃত কিরিচ রিপনের বিরুদ্ধে থানায় মারামারি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঁঠানো হয়।