ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষা অফিস আয়োজনে ইসলামিয়া সরকারি হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা আক্তার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ ইমদাদুল হক। খেলায় কন্যামন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় (ছেলে) ও পাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় (মেয়ে) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।