
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্য রক্তের প্রয়োজন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এই রাজনীতিক নেতার ব্যক্তিগত সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার শুক্রবার এতথ্য জানান।
তিনি বলেন, ভোরে ওঁর ডায়ালাইসিস শুরু হয়েছে। তার প্রচুর রক্ত প্রয়োজন। জাতীয় পার্টির চেয়ারম্যানের রক্তের গ্রুপ বি পজেটিভ।
জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত সিএমএইচে রক্ত দেওয়ার জন্য যোগাযোগের আহ্বান জানান খালেদা আখতার।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এদিন দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে এরশাদের স্ত্রী রওশন এরশাদ বলেন, ওনার (এরশাদ) শারীরিক অবস্থা সংক্রান্ত সব প্রতিবেদন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছে। ডাক্তাররা কী মতামত দেন সেটার ওপর নির্ভর করে আমরা দেখব, অন্য কিছু করা যায় কি-না। এখানকার ডাক্তাররা যত সহকারে চিকিৎসা করছেন, সর্বতোভাবে চেষ্টা করছেন।
গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।