কোতয়ালি মডেল থানা ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ধারালো ছোরা ৪০পিস ইয়াবা ও ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর ক্লাবের মোড় বাবুর বাড়ীর ভাড়াটিয়া ফারুকের ছেলে রাজু,শহরের ঘোপ সেন্ট্রাল রোড বাইলেন মাহমুদুর স্কুলের সামনে সুরুজ খানের ছেলে রাব্বি খান ও সদর উপজেলার জগহাটি গ্রামের সোহরাব মন্ডলের মেয়ে ও খোকন হোসেনের স্ত্রী চাঁয়না বেগম।
কোতয়ালি মডেল থানার এসআই এইচএম মাহমুদ জানান,বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের নড়াইল রোড সিটি কলেজের গেটের সামনে থেকে চাঁয়না বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৯শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপর দিকে,সদর পুলিশ ফাঁড়ির এএসআই গাজী খায়ের বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় বৃহস্পতিবার দায়েরকৃত এজাহারে বলেছেন, বুধবার রাত সোয়া ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের এইচএমএম ক্লথ ষ্টোর দোকানের সামনে থেকে সন্দেহ জনকভাবে রাজু ও রাব্বি খানকে একটি ধারালো ছোরা ও ৪০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।