যশোর সদর উপজেলার ৯ নং আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুলসহ ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের হানিফের ছেলে বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আহত জাহাঙ্গীর আলম বাদি হয়ে মামলাটি করেন। মামলায় আসামিরা হচ্ছে, বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা শুকুর মন্ডলের ছেলে আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল,একই এলাকার আবু হোসেনের ছেলে বিল্লাল, আমানতের ছেলে রুবেল,আহম্মদ আলীর ছেলে আক্তার,রঘুরামপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে লালু,একই গ্রামের আবদুর রহমানের ছেলে রিপনসহ অজ্ঞাতনামা ১০/১২জন। পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গত ২৪ ঘন্টায় আটক করতে পারেনি।
বালিয়া ভেকুটিয়া গ্রামের হানিফের ছেলে জাহাঙ্গীর আলম বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বুধবার জানান, তিনি বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক। ওই বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ আলীকে যৌন নিপীড়নের অভিযোগে বালিয়া ভেকুটিয়া গ্রামের তছলিম মিয়ার বাড়িতে মারপিট করার খবর শুনে তিনি সেখানে যান। দুপুর ২ টায় সেখানে পৌছানোর সাথে সাথে চেয়ারম্যানের নির্দেশে উল্লিখিত আসামিরা তাকে জাপটে ধরে চুরিকাঘাত ও শরীরের বিভিন্নস্থানে মারপিট করে। এক পর্যায় চেয়ারম্যান শাহারুলের নির্দেশে সন্ত্রাসীরা বিদ্যালয় থেকে রিজাইন পত্র জোরপূর্বক লিখিয়ে নেয়। সন্ত্রাসীরা তার কাছে থাকা ২৩ হাজার টাকা মূল্যের টার্চ মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ ৭ হাজার ৪শ’ ৫০ টাকা কেড়ে নেয়। তাকে পারপিটের হাত থেকে রক্ষা করতে বৃদ্ধ হানিফ ও ভাই ফারুক গেলে তাদেরকে ও মারপিট করে প্রাণ নাশের হুমকী দেয়। শিক্ষকের দায়ের করা এজাহার কোতয়ালি মডেল থানায় মামলা হিসেবে নথিভূক্ত করার পর মামলাটি তদন্তর দায়িত্ব পান এসআই হায়াৎ মাহমুদ খান। ঘটনা দুইদিন অতিবাহিত ও মামলা ২৪ ঘন্টা অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।