প্রকাশ্য দিবালোকে শহরতলী পালবাড়ী মূর্তি মোড় এলাকা থেকে ইজিবাইক চুরির ৯ ঘন্টা পর বাপ বেটা গ্রেফতার হয়েছে। এরা হচ্ছে, যশোর শহরতলী পালবাড়ী এলাকার মৃত আয়ূব হোসেনের ছেলে সিরাজ ও সিরাজের ছেলে রনি। কোতয়ালি মডেল থানার এসআই আছাদুজ্জামান তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিব আদালতে সোপর্দ করে।
যশোরের বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত গাজীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে উজ্জ্বল হোসেন নিজস্ব ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। বুধবার সকালে সে তার নিজের ইজিবাইক চালিয়ে শহরতলী পালবাড়ী মূর্তির মোড় সিঙ্গার শো রুমের সামনে দেড় লাখ টাকা মূল্যের ইজিবাইকটি রেখে সে পাশে চা পান খেতে যায়। বেলা সাড়ে ১১ টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত মাত্র ১৫ মিনিট পর চা পান করে ফিরে এসে দেখেন তার রাখা ইজিবাইকটি নাই। পরে থানায় অভিযোগ দায়ের করে। থানা পুলিশ বুধবার ঘটনার পর থেকে ওই এলাকায় সোর্স মারফত ও বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে রাত সাড়ে ৯ টায় পালবাড়ী এলাকায় সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে উজ্জ্বল হোসেনের বর্ননাল ইজিবাইকটি উদ্ধার করে। এ সময় বাপবেটাকে গ্রেফতার করে। পরে বাপবেটার বিরুদ্ধে মামলা দায়ের করেন।