পুলিশ প্রধানের প্রোটোকল কর্মকর্তা আবার কখনও সহকারী পুলিশ সুপার পরিচয়দানকারী প্রতারক রাকেশ ঘোষকে কোতয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার কোতয়ালি মডেল থানার এসআই সাহিদুল আলম ও এএসআই মোল্লা শফিকুজ্জামান চ্যালেঞ্জের মুখে দুপুরে শহরের প্রানকেন্দ্র দড়াটানা এলাকা থেকে গ্রেফতার করে। সে যশোরের চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে।
কোতয়ালি মডেল থানার এসআই সাহিদুল আলম জানান,বৃহস্পতিবার দুপুরে রাকেশ ঘোষ একটি নাম্বার থেকে এসআই সহিদুল আলমের মোবাইল নাম্বারে ফোন দেয়। ফোন দিয়ে নিজেকে এএসপি পরিচয় দিয়ে সাহিদুল আলমকে বলেন উচ্চৈঃস্বরে বলেন তোমার চাকুরী খেয়ে ফেলা হবে। সাহিদুল আলম তার অবস্থান জানতে চাইলে রাকেশ ঘোষ শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা মোড়ের কথা জানান। সাহিদুল আলম ফোনে রাকেশ ঘোষকে জানান, কোন অপরাধে তার চাকুরী খাওয়া হবে পারলে চাকুরী খান বলার সাথে সাথে শহরের দড়াটানা মোড়ে পৌছে রাকেশ ঘোষের কাছে জানতে চাইলে তার গতিবিধি সন্দেহ হয়। সাহিদুল আলম তার কর্মস্থল জানতে চাইলে রাকেশ ঘোষ কখনও পুলিশ প্রধানের প্রোটোকল কর্মকর্তা আবার কখনও নড়াইলে কর্মরত বলে জানান। মোবাইল ফোনে পুলিশের কর্মকর্তা ও কর্মস্থল নড়াইল বললে সাহিদুল আলম নড়াইলের পুলিশের সুপারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন সেখানে পুলিশের এএসআই রাকেশ ঘোষ নামে কোন কর্মকর্তা বর্তমানে ও কখনও কর্মরত ছিলেন না। তাছাড়া, রাকেশ ইতঃপূর্বে সাহিদুল আলমের সাথে নিজেকে সহকারী পুলিশ সুপার হিসেবে পরিচয় দিয়ে যশোর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক রিপনের কাছে খোঁজ নিতে বলেন। পুলিশ পরিদর্শক রিপনের কাছে সাহিদুল আলম খোঁজ নিলে সেও তাকে বলেন তার কাছ থেকে শুনেছেন সহকারী পুলিশ সুপার। তাছাড়া,যশোরে অতিরিক্ত পুলিশ সুপারের কয়েকজনের সাথে রাকেশের ওঠাবসা। সাহিদুল আলম আরো জানান, বেশ কিছুদিন পূর্বে সে কোতয়ালি মডেল থানার ডিউটি কর্মকর্তা দায়িত্ব পালনকালে রাকেশ ঘোষ মোবাইল করে নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে বলেন একজন নারীকে পাঠানো হচ্ছে তার সমস্যা দেখার জন্য। পরবর্তীতে ওই নারীকে সাহিদুল আলম জানান, পুলিশ কর্মকর্তা রাকেশ ঘোষের সাথে তার কি সম্পর্ক। এটা জানতে চাইলে ওই নারী বিষয়টি রাকেশ ঘোষকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। ক্ষিপ্তর বর্হিপ্রকাশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে পুনরায় মোবাইল ফোন করে সাহিদুল আলমকে চাকুরী খাওয়ার হুমকী দেয়। গ্রেফতারকৃত রাকেশ ঘোষ তার মোবাইলের প্রথম ডিসপ্লেতে সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার র্যাঙ্ক পরিহিত পোশাক পরা ছবি রেখেছে। পুলিশ মোবাইল ফোন জব্দ করেছে। রাকেশ ঘোষ গ্রেফতার হওয়ার পর তাকে কোতয়ালি মডেল থানায় আনার পর পুলিশ কর্মকর্তা কোতয়ালি মডেল থানায় রাকেশ ঘোষকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।